বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্জয় দাস, বরিশাল .লাইভ: বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় মতবিনিময় শুরু হয়। এ সময় স্পিড ট্রাস্ট ও গনসাক্ষরতা অভিযান আয়োজনে  অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি ছিলেণ বরিশালে বিভাগীয় কমিশনার জনাব ড: অমিতাভ সরকার। স্পিড ট্রাস্ট মিশন হেড শামসুল ইসলাম দিপু সঞ্চালনায় মতবিনিময়ে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নিবার্হী পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেশষ্টা জনাব রাশেদা কে,চৌধুরী। ধারনাত্র উপস্থাপন করেন সিআইপিআরবি উপ-পরিচালক ড: আমিনুর রহমান। ধারনাপত্র উপ আলোচনা করেন ইসিডি নেটওয়ার্ক চেয়ারপার্সন ড: মুনজুর আহম্মেদ।
ধারনাপত্রে জানাগেছে, বাংলাদেশে যে হারে পানিতে ডুবে শিশু মারা গেছে, বরিশালে তার তিনগুন শিশু পানিতে ডুবে মারা গেছে। সরকারি বেসরকারি সংগঠন সম্বনিত উদ্যোগ নিতে এ মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশের পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি গবেষনামূলক তথ্য,ভিডিও চিত্র এবং দিকে নিদের্শনা ও সচেতনতামূলক সুপারিশমালা গৃহিত হয়। স্পিড ট্রাস্ট মিশন হেড শামসুল ইসলাম দিপু সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন কোস্ট ট্রাস্ট রাশেদা বেগম, পিরোজপুর থেকে জিয়াউল আহম্মেদ, বরগুনা সংকল্প ট্রস্ট মির্জা খালিদ, পটুয়াখালী অর্নিবান সামসুন্নাহান বেগম, বরিশাল হাসিনা বেগম, চ্যানেল আই শাহিনা আজমিন, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ। ভার্চুয়ালে আলোচনা সভার বরিশাল বিভাগের ৬ জেলা থেকে সরকারি, বেসরকারি, রাজনীতিবীধ, শিক্ষক ও সাংবাদিকসহ প্রায় ৮৫ জন অনলাইন ভার্চুয়াল
অংশগ্রহন করেন।